অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

ইউপি সদস্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক ২

উপজেলা প্রতিনিধি, ইসলামপুর, জামালপুর

ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের আজাহার সরদারের ছেলে মোঃ সালাম (৫৫) এবং দেওয়ানগঞ্জ উপজেলার চুগাইবাড়ী ইউনিয়নের চর হারোয়াবাড়ি গ্রামের সুবাহান আলীর ছেলে মোঃ চান মিয়া।

উল্লখ্য ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের দুর্গমচরাঞ্চল ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য(জিগাতলা গ্রামের) বাসিন্দা আব্দুর রহিমকে শনিবার (২৮ জুন) মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ঘরের বাইরে বের করে নিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ক্ষুব্ধ হয় উঠেন এলাকাবাসী। বিক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার (৩০ জুন) সকালে ইউপি সদস্য আব্দুর রহিম হত্যার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেন।

এ সময় ইসলামপুর থানা পুলিশ ও পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) এর পৃথক দু’টি টিম ইউপি সদস্য হত্যার রহস্য উদঘাটনে ওই এলাকায় কাজ করতে ছিলেন।
পুলিশ জানায়, আটককৃতদের জীবন রক্ষার্থে পুলিশ সদস্য এবং কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বিশেষ কৌশল অবলম্বন করে আটককৃতদের জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। করে তাদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আতিকুর রহমান বলেন, কোলকান্দি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রহিম হত্যার ঘটনায় এলাকার উত্তর দিতে জনতার দুজনকে আটক করে । খবর পেয়ে সেখানে পুলিশ প্রেরণ করা হয়।