ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি
“স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ”এই প্রতিপাদ্য নিয়ে সুশীল, সমাজ, খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল এর কর্মকর্তা কর্মচারী ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশীজনদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের হলরুমে সদর হাসপাতাল ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাবারাং কল্যাণ সমিতির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোঃ ছাবের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বাংলাদেশ হেলথ ওয়াচ কার্যকরী পরিষদের
সদস্য ড. আবু মোহাম্মদ জাকির হোসেন।
সভায় জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা খাগড়াছড়ির উপপরিচালক ডা. ফারুক আবদুল্লাহ, খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি, সিনিয়র কনসালটেন্ট ডা. পূর্ণ বিকাশ চাকমা, ডা. নয়ন ময় ত্রিপুরা, সিনিয়র গাইনী বিশেজ্ঞ ডা. জয়া চাকমা, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ ও সমাজকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, পার্বত্য জেলা খাগড়াছড়ির স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিভিন্ন সমস্যা ও সমাধানের কি কি করণীয় সেসব দিক তুলে ধরেন। জেলা সদরের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক জনবল ও ডাক্তার নিয়োগ এবং নির্মানাধীন নতুন ভবন গুলো দ্রুত সংস্কার করে জেলার স্বাস্থ্য সেবার মানোন্নয়নে গুরুত্ব দিতে আহ্বান জানান বক্তারা।