অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা পরিবর্তে অস্থায়ী চেয়ারম্যানে নিয়োগ পেলেন শেফালিকা ত্রিপুরা

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলা পরিষদ অস্থায়ী চেয়ারম্যান হলেন শেফালিকা ত্রিপুরা। আজ মঙ্গলবার পার্বত্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। পত্রে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মিজ শেফালিকা ত্রিপুরা দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন। এছাড়াও তিনি খাগড়াছড়ি সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি ও পাশাপাশি খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক।

উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরোনা ত্রিপুরা’র বিরুদ্ধে জেলা পরিষদের ১৪ জন সদস্য কর্তৃক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পার্বত্য মন্ত্রণালয় দাখিল করার তিন দিনের মাথায় জিরোনা ত্রিপুরা’কে সরিয়ে অস্থায়ী চেয়ারম্যান হিসাবে শেফালিকা ত্রিপুরা নিয়োগ দেয়া হয়।
এদিকে জিরোনা ত্রিপুরার অভিযোগ তদন্তে পার্বত্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে। পার্বত্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) অতুল সরকার তদন্ত কমিটির দায়িত্বে রয়েছেন বলে জানা যায়।