অরুণ কুমার সরকার, চিতলমারী, বাগেরহাট
দীর্ঘ ২২বছর পর ব্যাপক উৎস ও উদ্দীপনা মধ্য দিয়ে ১১জুলাই শুক্রবার বাগেরহাটের চিতলমারী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে মনোনয়ন ফরম জমা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৪জুলাই) সকাল ১১টায় চিতলমারী সরকারি এসএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ে হলরুমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট ১আসন (চিতলমারী,ফকিরহাট,মোল্লাহাট) বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড,ওয়াহিদুজ্জামান দিপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শমসের আলী মোহন বাগেরহাট ১আসন তদারকি টিমের প্রধান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাদি উজ্জামান হিরো জেলা মনিটরিং টিমের সদস্য,
মমিনুল হক টুলু বিশ্বাস উপজেলা বিএনপির আহবায়ক, আহসান হাবীব ঠান্ডু উপজেলা বিএনপির সদস্য সচিব, রুনা গাজী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও শেরে বাংলা ডিগ্রি কলেজে সভাপতি।
আরও উপস্থিত ছিলেন, এ্যাড,অসীম কুমার সমাদ্দার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, সোয়েব হোসেন গাজী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, শরিফুল হাসান অপু উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, শিপন মুন্সি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, এ্যাড,ফজলুল হক সাবেক ছাত্র দল সভাপতি, শফিকুল ইসলাম বাবু সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদ, উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী,উপজেলা পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টে সভাপতি জহরলাল সরকার, সদস্য সচিব মানবেন্দ্র মজুমদার প্রমুখ।
আলোচনা সভা শেষে সভাপতি পদে মোমিনুল হক টুলু বিশ্বাস, আহসান হাবীব ঠান্ডু,মোল্লা আব্দু়ল্লাহ, সাধারণ সম্পাদক পদে শরিফুল হাসান অপু, শিপন মুন্সি, ও সাংগঠনিক সম্পাদক পদে এ্যাড, ফজলুল হক, শফিকুল ইসলাম বাবু, কামরুজ্জামান স্বাধীন ফকির, মোঃ রেজাউল শেখ, শিব্বির আহম্মদ শিপলু,নুরইসলাম পদে মনোনয়ন ফরম জমা হয়েছে।