অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হবে একদিন এই স্কুল থেকেই

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

এসময় তিনি এলাকার মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কেননা কোনো রাস্তাঘাট না চেয়ে চেয়েছিলেন একটি মাত্র বিদ্যালয়। খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার ৭নং প্রকল্প গ্রামসহ প্রায় ১৬ টি গ্রামের জন্য আশেপাশে প্রায় ১২ কি.মি. এর মধ্যে কোনো উচ্চ মাধ্যমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার্থীদের কষ্ট করে দূরে গিয়ে পড়তে হতো। শিক্ষার্থীদের কথা চিন্তা করে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এলাকার শিক্ষানুরাগী সচেতন মানুষ খাগড়াছড়ি জেলা প্রশাসন বরাবর আবেদন আর চেষ্টার ফলে আজকের এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের অর্থায়নে নির্মান করা হয়েছে রাধামন কলক কালেক্টর উচ্চ বিদ্যালয়। এবং জেলা প্রশাসনের অর্থায়নের পাঠদান শুরু করে সকল কার্যক্রম পরিচালিত হওয়ার কথা তুলে ধরা হয় । রবিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার ৭নং প্রকল্প গ্রামে নবনির্মিত রাধামন কলক কালেক্টর উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রুমানা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজান উদ্দিন , খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আগামী ২০২৬ সাল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম চালু হবে জানিয়েছেন জেলা প্রশাসন। পরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মোঃ জিয়াউদ্দিন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের হাতে খাগড়াছড়িতে দুর্যোগ কালীন পরিস্থিতি মোকাবিলায় ত্রাণবাহী ২টি নৌযান হস্তান্তর করেন।