অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

বকশীগঞ্জে ইয়াবাসহ বিজিবি হাতে মাদক ব্যবসায়ী আটক

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ, জামালপুর

জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোনাহার আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কামালপুর বিজিবি সদ। বৃহস্পতিবার দুপুরে বগারচর ইউনিয়নের রামরামপুর সকাল বাজার খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মোনাহার আলী দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামের আবদুল আলীর ছেলে।

কামালপুর বিওপি সূত্রে জানা যায়,মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি’র দিক নির্দেশনায় সীমান্তে নজরদারি বৃদ্ধি ও সাড়াশি অভিযান চালায় বিজিবি সদস্যরা।

বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে রামরামপুর সকাল বাজার এলাকা থেকে মোনাহার আলীকে আটক করা হয়।

এসময় একটি মোটরসাইকেল ও ৮ হাজার টাকা জব্দ করা হয়। পরে কামালপুর বিওপির হাবিলদার জহুরুল ইসলাম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।