অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে অবহিতকরণ সভা  

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসার এর আয়োজনে এবং গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এর বাস্তবায়নে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে মিলনায়তনে কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম (সার্বিক)।

এসময় খাগড়াছড়ি সিভিল সার্জন মো. ছাবের জানান, টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী ঠিকাদান ক্যাম্পেইন শুরু হবে। আগামী ১২ অক্টোবর থেকে নয় (৯) মাস ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেক নবম শ্রেণি / সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে। খাগড়াছড়িতে ১ লক্ষ ৬৭ হাজার ৩শ ৬৭ জন টাইফয়েড জ্বরের টিকা পেতে চলেছে। তারমধ্যে স্কুল পর্যায়ে পাবে ১,২২,৬৮৬ জন এবং স্কুল বহির্ভূত ৪৪,৬৮১ জন শিশু ও কিশোরদের বিনা মূল্যে ইপিআই টিকা বিনা মূল্যে প্রদান করা হবে।

নির্দিষ্ট বয়সী নয় (৯) মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু সকল শিক্ষার্থীদের ওয়েবসাইটে নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করতে পারবে। পরে ওই কার্ড দেখিয়ে কেন্দ্রে থেকে টিকার ডোজ গ্রহণ করতে পারবে।

এবং আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ে পরবর্তীতে ০২ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে ক্লিনিক গুলোতে টাইফয়েড জ্বরের টিকা দেয়া হবে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬৪ টি কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকে ৯২৪ টি এবং ৯টি স্থায়ী কেন্দ্র সহ মোট ১৮৯৭ টি কেন্দ্রে ঠিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।

এতে খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন রতন খীসা, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (মাঠ প্রচার) মাসরিয়াত জাহান বর্ষা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।