অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

মেলান্দহে স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

উপজেলা প্রতিনিধি, ইসলামপুর, জামালপুর

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ রুকনাই স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, মাদরাসার উন্নয়ন কাজ, সরকারি বরাদ্দ এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার অর্থ আত্মসাৎ করেছেন তিনি।

এ বছর প্রতিষ্ঠানটি এমপিওভুক্তির তালিকায় স্থান পেলেও সরজমিনে গিয়ে দেখা যায়, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসায় বর্তমানে কোনো শিক্ষার্থী নেই, নেই পাঠদানের পরিবেশ। অথচ প্রতিষ্ঠানের নামে নানা খাতে সরকারি বরাদ্দ দেখানো হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আসবাবপত্র ক্রয় এবং শিক্ষার্থীদের সুবিধার্থে বরাদ্দকৃত অর্থ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন প্রধান শিক্ষক। এমনকি মাদরাসার নামে জমি নিয়েও প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অভিভাবকদের দাবি, বিষয়টি একাধিকবার মৌখিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে একদিকে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠানের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, “সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে, দুর্নীতি বা অনিয়মের কোনো বিষয় নেই।” এ প্রসঙ্গে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।