অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

ফের মা হলেন জনপ্রিয় পপ গায়িকা রিহানা

ফের মা হলেন মার্কিন পপ তারকা রিহানা। বুধবার (২৪ সেপ্টেম্বর) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। র‍্যাপার এএসএপি রকি ও রিহানা জুটির তৃতীয়সন্তান এটি। তৃতীয়বার মা হওয়ার খবর নিজের সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ নিয়েছেন গায়িকা।

পোস্টে দেখা যায়, সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে বসে আছেন গায়িকা। অন্য একতি ছবিতে দেখা গেছে বাচ্চাদের একজোড়া জুতোর ছবি। ওই পোস্টের মেয়ের নামা প্রকাশ করেছেন। রকি ও রিহানার কন্যা সন্তানের নাম রকি আইরিশ মেয়ার্স। বাচ্চা হওয়ার খবর গতকাল প্রকাশ করলেও মেয়ার্সের জন্ম ১৩ সেপ্টেম্বর। 1677415461_rihanna-1

গত ৪ সেপ্টেম্বর গায়িকার কিছু ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় লস অ্যাঞ্জেলেসের রাস্তায় অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গিয়েছিল তাঁকে। এর আগে ২০২৩ সালের দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। আর প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন ২০২২ সালে।

দ্বিতীয় সন্তান জন্মের আগে দীর্ঘদিনের প্রেমিক এসাপ রকির সঙ্গে বিয়ে সারা কথা ছিল। তবে ‍এখনও রিহানা এবং র‍্যাপার রকি আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি। এরইমধ্যে তৃতীয় সন্তানের মা হলেন রিহানা।

২০১২ সালে একটি মিউজিক অ্যাওয়ার্ডসের সময় প্রথম পরিচয় হয়। কিন্তু তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল ২০১৯ সালের শেষের দিকে।