চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র

চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র
সারাদেশ ময়মনসিংহ

মাদারগঞ্জ প্রতিনিধি, জামালপুর

জামালপুরের মাদারগঞ্জে চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। একটি বিশেষ সূত্রে জানা যায়, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের ২৪৮ একর খাসজমিতে আগামী দুই বছরের মধ্যে এই সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হবে।

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৩০ বছরের জন্য এই জমি লিজ নেওয়া হয়েছে। তারপরও এই জমিতে অনেকে অস্থায়ীভাবে বসবাস করতেন, তাদের পুনর্বাসন করা হচ্ছে। তাদের জন্য কমিউনিটি সেন্টার স্কুল-কলেজ এসব করা হচ্ছে।

এখানে -১০ ফুট উঁচু করে পুলের উপর সোলার প্যানেল স্থাপন করা হবে। নিচে শুকনো মৌসুমে এই জমিতে আদা রসুন সবজির চাষবাদ করা হবে। এই প্রকল্পে ১৭ কোটি ডলার খরচ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।

প্রকল্পের সম্পূর্ণ খরচ বহনের বিনিময়ে চীনা কোম্পানি ৭০ শতাংশ শেয়ার পাবে। বাকি শেয়ার থাকবে বি-আর পাওয়ার জেনের কাছে। উৎপাদিত ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে ১১ সেন্টের একটু বেশি; যা বাংলাদেশি টাকায় ১৩ টাকার মতো।

যমুনা নদীর চরে চীনা কোম্পানির সঙ্গে যৌথ মালিকানায় এই সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। তিন বছর আগে এটা নিয়ে চুক্তি স্বাক্ষরিত হওয়ায় দাম কিছুটা বেশি দেখাচ্ছে। প্রতি ইউনিট ১১ সেন্টের কাছাকাছি।

আগামী বছরের ডিসেম্বর নাগাদ বিদ্যুৎ পাওয়ার আশা করছেন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা। চীনের সি-আরইসি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জির (সিআইআরই) সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন বি-আর পাওয়ার জেন কোম্পানির (বিআরপিএল) যৌথ মালিকানায় এই ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে। এখন থেকে দুই বছরের মধ্যে ২০২৬ সালে এই কোম্পানি সিওডি করবে। অর্থাৎ উৎপাদন শুরু করবে।