এএসপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এএসপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আইন আদালত জাতীয়

অনলাইন ডেস্ক 

প্রতারণাবিশ্বাস ভঙ্গের অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো সোহেল উদ্দিন এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত 

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এই আদেশ দেনওই আদালতে বাদি হয়ে মামলাটি দায়ের করেন সোহেল উদ্দিন এর সাবেক স্ত্রী  রিফাত জাহান 

সোহেল উদ্দিন কুড়িগ্রামের রৌমারী পুলিশ সার্কেলে কর্মরত ছিলেনবর্তমানে তিনি বরখাস্ত অবস্থায় আছেন 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ারুল কবীর বাবুল বিষয়টি নিশ্চিত করেন  

মামলার ঘটনায় জানা যায়, বাদীনি রিফাত জাহানের সঙ্গে ২০২২ সালের ৩০ এপ্রিল সোহেল উদ্দিনের বিয়ে হয়বিয়ের পরে সোহেল উদ্দিন তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করলে রিফাত তার স্বামী সোহেল উদ্দিনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যৌতুকের মামলা করেনসোহেল উদ্দিন এতে ক্ষুব্ধ হয়ে রিফাতকে তালাক দেনকিন্তু জালিয়াতির মাধ্যমে ডাক রশিদ বানিয়ে সোহেল উদ্দিন রিফাতকে তালাকের নোটিশ পাঠালে রিফাত জালিয়াতির আরেকটা মামলা করেন  

এছাড়া রিফাতকে মারধরের অভিযোগে সোহেল উদ্দিন এর বিরুদ্ধে আরেকটি মামলা করেন রিফাতগত ২৫ আগস্ট ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে রিফাতকে মামলা তিনটি প্রত্যাহার করতে বলে জানান, মামলাগুলো প্রত্যাহার করলে তিনি ওইদিনই রিফাতকে বিয়ে করবেন 

এসময় সোহেল উদ্দিন রিফাতকে একটি বিয়ের শাড়ি দেনরিফাত আসামি সোহেল উদ্দিন এর কথা বিশ্বাস করে ওইদিন মামলা তিনটি তিন আদালত থেকে প্রত্যাহার করে নেনমামলা প্রত্যাহারের পর সোহেল উদ্দিন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অঙ্গন থেকে কৌশলে পালিয়ে যানপরে তিনি আর রিফাতের সঙ্গে যোগাযোগ করেননি