ফেনীতে আধুনিক তাঁবুতে অনুষ্ঠিত ঈদ জামাত

ফেনীতে আধুনিক তাঁবুতে অনুষ্ঠিত ঈদ জামাত
সারাদেশ চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, ফেনী   

পবিত্র ঈদুল আযহার ঈদ জামাত আয়োজনের জন্য ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে দ্বিতীয়বারের মতো তাপপানি নিরোধক তাঁবু বসানো হয়েছে।এতে মুসল্লিদের জন্য থাকবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের সুযোগ সুবিধাইতোমধ্যে তাঁবু আলোকসজ্জায় সজ্জিতসহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে ফেনী পৌরসভা।   

ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ঈদের দিন যেহেতু বৃষ্টির পূর্বাভাস রয়েছে সে বিষয় মাথায় রেখেই ঈদুল ফিতরের মত ঈদুল আযহার ঈদ জামাতের জন্য তাঁবুটি স্থাপন করা হয়েছেনামাজের সময় যাতে মুসল্লিদের রোদের তাপে বা বৃষ্টিতে সমস্যা না হয়ঈদকে আনন্দময় করে তুলতে ২দিন ধরে আলোকসজ্জার পাশাপাশি মুসল্লিদের জন্য তবারক এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছেনামাজে আগত প্রত্যেক মুসল্লির জন্য উৎকৃষ্ট মানের আরবের খেজুরবোতলজাত বিশুদ্ধ পানি সরবরাহ করবে ফেনী পৌরসভা।    

ফেনী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ জানান, জেলার প্রধান ঈদ জামায়াত মিজান ময়দানে সকাল সাডেটায় অনুষ্ঠিত হবেইতোমধ্যে জামাতের জন্য মিজান ময়দানে প্রস্তুত করা হয়েছে