ফেনীতে ডাক্তারের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

ফেনীতে ডাক্তারের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
সারাদেশ চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিক নামের একটি প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে ডাক্তারের ভুল চিকিৎসায় মো. নিশান (১৩) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ( জুন) বিকেল ৫টার দিকে গলায় টনসিলের অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। শিশু নিশান নোয়াখালীর সেনবাগ থানা এলাকার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের দুবাই প্রবাসী শহিদ উল্লাহ' ছেলে। ছেলের অসুস্থতার খরব শুনে কিছুদিন পূর্বে দুবাই থেকে বাংলাদেশে আসেন শিশুর বাবা শহিদ উল্লাহ।

মৃত নিশানের পরিবারের সাথে কথা বলে জানা যায়, গতকাল ৫টার দিকে শিশু নিশানের গলার বামপাশে টনসিল অপারেশন এর জন্য নিশানকে ভর্তি করানো হয় ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে অবস্থিত ওয়ান স্টোপস মেটারনিটি নামের  ক্লিনিকটিতে। রাত আনুমানিক ১১ টার দিকে হাসপাতালে শিশুটির অপারেশন সম্পন্ন করেন ওই হাসপাতালের সার্জারি ডাক্তার সার্জন কিশোর কুমার হাওলাদার। অপারেশনের পূর্বে শিশু নিশানের শরীরে  চেতনা নাশক ইনজেকশন (এনেস্থিসিয়া) প্রয়োগ করেন হাসপাতালের মালিক ডাক্তার নাজমুল হক ভূইয়া।

অপারেশন সম্পন্ন হবার পর শিশুটির জ্ঞান না ফেরায় উদ্বেগ প্রকাশ করে শিশু নিশান এর পরিবার। এক সময় রাত তিনটার দিকে শিশু নিশানের অবস্থার  অবনতি দেখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ছোটাছুটি করতে থাকে। রাত আনুমানিক ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটির পরিবারকে জানায়,উন্নত চিকিৎসার জন্য শিশু নিশানকে ঢাকা অথবা কুমিল্লা নিয়ে যেতে হবে। পরে শিশুটির পরিবার শিশু নিশানকে কুমিল্লার মর্ডান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিশানের পরিবারের দাবি হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তারের অবহেলায় মৃত্যু হয়েছে নিশানের। ঘটনায় তারা প্রশাসনের কাছে কঠিন বিচারের দাবি জানায়।

ঘটনা সম্পর্কে জানতে হাসপাতালের অভিযুক্ত সার্জারি চিকিৎসক কিশোর কুমার হাওলাদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, তার চিকিৎসায় কোন ত্রুটি ছিলনা অপারেশনের পর শিশুটির জ্ঞান ফেরেনি। যে ডাক্তার এনেস্থিসিয়া দিয়েছেন ওনার ত্রুটি থাকতে পারে।

এদিকে ঘটনা সম্পর্কে জানতে শিশুটির শরীরে এনেস্থিসিয়া প্রয়োগকারী অভিযুক্ত আরেক চিকিৎসক এবং ওই হাসপাতালের মালিক ডাক্তার নাজমুল হক ভূঁইয়ার ব্যবহৃত মুঠোফোনের নাম্বারে একাধিক বার কল দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।