জেলা প্রতিনিধি, ফেনী
ফেনীতে আলোচিত অটোরিক্সা চালক মঞ্জুর আলম হত্যা মামলার প্রধান আসামি মোঃ আইয়ুব খান এবং হত্যাকান্ডের সহযোগী তার স্ত্রী সাফিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। গত রোববার (৭ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় র্যাবের বিশেষ অভিযানে গ্রেফতার হয় অটো রিক্সাচালক মঞ্জুর হত্যা মামলার প্রধান আসামি আইয়ুব খান ও তার স্ত্রী সাফিয়া। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা মঞ্জুরকে পরিকল্পিতভাবে হত্যার কথা স্বীকার করে।
নিহত মঞ্জুর আলম ফেনীর লেমুয়া মাষ্টারপাড়া এলাকার বাসিন্দা তিনি পেশায়
অটোরিক্সা চালক ছিলেন। পূর্ব পরিচয়ের সূত্র ধরে দেড় বছর আগে সাফিয়া আক্তার মনির সাথে ২য় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর পারিবারিক কলহের জেরে মঞ্জুর তার স্ত্রী সাফিয়া আক্তার মনিকে তালাক দেন। তালাক দেওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে সাফিয়া মঞ্জুরকে হত্যার হুমকি দেয়। চলতি বছরের গত ১০ জুন মঞ্জুর আলমের পরিবার তার কোন সন্ধান না পেয়ে বোগদাদিয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে জানতে পারে পুলিশ একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেছে। পরবর্তীতে মঞ্জুর আলমের পরিবার ফেনী সদর হাসপাতালে গিয়ে অজ্ঞাত লাশটি মঞ্জুর আলমের বলে সনাক্ত করেন।
এঘটনায় মঞ্জুর আলমের প্রথম স্ত্রী বাদী হয়ে ফেনী মডেল থানায় তিন জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়,
তারা পরস্পর যোগসাজশে পূর্ববিরোধের জের ধরে গত (১০ জুন) মঞ্জুর আলমকে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে মুখমন্ডল থেতলানো সহ দাঁত উপড়ে ফেলে মৃত্যু নিশ্চিত করে লাশ অজ্ঞাত স্থানে ফেলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।