জেলা
প্রতিনিধি, গাজীপুর
বিশ্বের ১৭২টি দেশের ২৫০টি সিটি কর্পোরেশনের মেয়রদের নিয়ে বিশ্ব শহর সম্মেলন রোববার থেকে সিঙ্গাপুরে শুরু হয়েছে। সানটেক সিঙ্গাপুর কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনে অন্যদের মধ্যে যোগ দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন ও সিটি কর্পোরেশনের উপদেষ্টা সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। নিজের শহরকে আরও উন্নত ও টেকসই করে গড়ে তুলতে এ মেয়র সম্মেলনের আয়োজন করা হয়েছে।
"পৃথিবীর শহরগুলো বাসযোগ্য এবং টেকসইভাবে পুনরুজ্জীবিত করুন, পুনরায় কল্পনা করুন"- এমন প্রতিপাদ্যের বিষয় নিয়ে সারাবিশ্বের মেয়রদের সাথে একে অপরের চিন্তা-চেতনার সমন্বয় ঘটাতে সিঙ্গাপুরে মেয়রদের এ বিশাল সমাবেশের আয়োজন করা হয়। উন্নত রাষ্ট্রের শহরগুলোর মতো অনুন্নত রাষ্ট্রের শহরগুলোর নাগরিকদের যেন একই ধরনের সুযোগ-সুবিধা দেয়া যায়- মেয়র সম্মেলনে এমন ধারণা তুলে ধরেছেন আয়োজকরা।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুনসহ বিশ্বের উল্লেখযোগ্যসংখ্যক
নারী মেয়র সম্মেলনে অংশ নেন। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসও সিঙ্গাপুরে মেয়র সম্মেলনে অংশগ্রহণ করছেন।
রোববার থেকে শুরু হওয়া ৩ দিনের এই বিশ্ব মেয়র সম্মেলনে নিজ নিজ দেশে আধুনিক ও স্মার্ট শহর কিভাবে গড়ে তুলতে হবে- এমন ধারণা তুলে ধরে বক্তারা বলেন, এক্ষেত্রে সিঙ্গাপুর শহরও পৃথিবীর শহরগুলোর একটি মডেল শহর হতে পারে। এমন আদলে নিজ দেশের নিজ নিজ শহরগুলো সাজাতে মেয়রদের ভূমিকা অপরিসীম। বিশ্ব মেয়র সম্মেলন এবং সিঙ্গাপুর শহর এক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা রাখবে।