উপজেলা প্রতিনিধি, ইসলামপুর, জামালপুর
জামালপুরের ইসলামপুর উপজেলার বিশিষ্ট কবি-সাহিত্যিক, সাংবাদিক, হাফিজ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম গোলাম হাফিজ বকুলের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার উত্তর কিসামতজাল্লা এলাকায় মরহুমের নিজ বাসভবন ‘হাফিজ ভিলা’-তে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমের ছেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহম্মেদ বিপুল মাস্টার, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, ব্রাকের এনজিও কর্মী আল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপনসহ পরিবারের সদস্যবৃন্দ।
কবি ও সাহিত্যিক মরহুম গোলাম হাফিজ বকুলের মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক, সুধীজন, কবি-সাহিত্যিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধা জানান।
কবি গোলাম হাফিজ বকুল ছিলেন সমাজের ন্যায়-নিষ্ঠা প্রতিষ্ঠার সাহসী কণ্ঠস্বর। তিনি ২০০৩ সালের ২৪ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জীবন চলার পথে ছড়া, কবিতা, গল্প, উপন্যাসসহ সাহিত্যের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।