অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

চাকরি না করেই বেতন নিচ্ছে ফারুক

উপজেলা প্রতিনিধি, ইসলামপুর, জামালপুর

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ফাজিল মাদ্রাসায় নিরাপত্তাকর্মী পদে কর্মরত ফারুক শেখের বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিতভাবে বেতন গ্রহণের অভিযোগ উঠেছে।

জানা গেছে, ফারুক শেখ, পিতা হেলা শেখ, ২০২২ সালের আগস্ট মাসে চিনাডুলী ফাজিল মাদ্রাসায় নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ পান। তবে নিয়োগ পাওয়ার পর থেকেই তিনি মাদ্রাসায় কর্মরত না থেকে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। অথচ তাঁর নামে মাদ্রাসায় কর্মরত থাকার রেকর্ড এবং স্বাক্ষর নিয়মিতভাবে রাখা হচ্ছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ফারুকের অনুপস্থিতির বিষয়টি গোপন রেখে তার পিতা হেলা শেখ প্রতিনিয়ত মাদ্রাসায় স্বাক্ষর করে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইব্রাহিম খলিলুর রহমানের প্রত্যক্ষ সহযোগিতায় এই অনিয়ম চলে আসছিল।

বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ইমরান হোসেন এ অনিয়মের প্রতিবাদ জানালে হেলা শেখ ও ইব্রাহিম খলিলুরের পক্ষ থেকে তাকে হুমকি ও চাপ প্রয়োগ করা হয় বলে জানা যায়। এ নিয়ে মাদ্রাসার অভ্যন্তরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছেন।

স্থানীয় সচেতন মহলের অভিমত, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করে প্রশাসনের উচিত বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।