অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

দেওয়ানগঞ্জে নিরাপত্তাহীনতায় ভোগা পরিবারের মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, দেওয়ানগঞ্জ, জামালপুর

দেওয়ানগঞ্জের পূর্ব আমখাওয়া এলাকার মো. আব্দুর রাজ্জাক (৩৫) ও তার পরিবারের লোকজনেরা একই এলাকার আনিসুর রহমান ও ভিক্কু আলী গংদের প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে চেয়ে মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার বিকালে। আমখাওয়া বাজারে।

মানববন্ধনে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আফরোজা বেগম সহ এলকাবাসীর পক্ষে মমিম মিয়া, আমিনুল সহ অনেকেই বলেন, অত্র গ্রামের আনিসুর রহমান ও ভিক্কু আলী এলাকায় আধিপত্য বিস্তার করতে চায়।

পূর্ব শত্রুতার জেরে ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন কৌশলে নির্যাতন করে আসছে । আজ সকালে অশ্লীল ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে আক্রমন করে এলোপাতারী মারপিট করে। এমনকি প্রকাশ্যে প্রান নাশের হুমকি দেঢ । ঘটনাটি এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সবাই জানে। এমতাবস্থায় ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আফরোজা বেগম নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি জিডি করেছেন বলেও জানায়।