প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ২নং কড়ইচড়া ও ৩নং গুনারীতলা ইউনিয়নের সীমান্তবর্তী ভেলামারী ও মৃধাপাড়া এলাকার যাতায়াত সড়কের ব্রীজটি'র দুই পাশে মাটি অ্যাপ্রোজ সড়ক থাকায় এবং মাঝখানে দেবে যাওয়ার ফলে চলাচল অনুপযোগী হয়ে গেছে।
জানা যায়, জামালপুর জেলা টু মাদারগঞ্জ ভায়া গুনারীতলা রাস্তায় এ ব্রিজটি বন্যায় ভেঙে যাওয়ায় গত ৫ বছর যাবৎ অকেজো থাকায় চলাচলের সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছে; ফলে ৩০ সেকেন্ডের রাস্তা প্রায় ৩ কিলোমিটার দূরত্ব দিয়ে ঘুরে আসতে হয় এলাবাসীর। ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের উপর দিয়ে স্কুলব্যাগ নিয়ে পারাপার হয়। ঝুঁকি নিয়ে যাতায়াত করে পথচারীরা। উন্নয়নের জোয়ার বইছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। এই উন্নয়নমূলক সেবা দেশের বিভিন্ন এলাকায় পৌঁছায়। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে বৃহত্তর গুনারীতলার এই রাস্তায় একটি ব্রিজ নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
৩নং গুনারীতলা এলাকার সোবহান আলী জানান, আমাদের যাতায়াতের প্রধান রাস্তা এটি। গত ৫ বছর যাবৎ ব্রিজটি অকেজো থাকার কারণে চলাচল করতে পারছে না এলাকাবাসী। তবে এলাকার স্থানীয় লোকজন কয়েকটি বাঁশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছেন।
২নং কড়ইচড়া ইউনিয়নের ভেলামারীর জলিল ও গুনারীতলা এলাকার মাজেদ জানান, দীর্ঘ প্রায় ৫ বছর যাবৎ ব্রিজটির বেহাল অবস্থা, চলাচল করার কোনো পরিবেশ নেই। বাঁশ ফেলে ঝুঁকিপূর্ণভাবে শিক্ষার্থীসহ এলাকাবাসী চলাচল করছেন।
এ বিষয়ে ২নং কড়ইচড়া ইউপি সদস্য আলমগীর ও ৩নং গুনারীতলা ইউনিয়নের ইউপি সদস্য সাখাওয়াত হোসেন সাজু গণমাধ্যমকে জানান, ব্রিজটি দীর্ঘদিন থেকে এ অবস্থায় আছে। তবে ব্রিজটি চলাচল অনুপযোগী থাকার ফলে ৩ মিনিটের রাস্তা ৩ কিলোমিটার ঘুরে আসতে হয়। এই ব্রিজের দুইপাশে বাঁশের উপর দিয়ে পারাপারের সময় পড়ে গিয়ে কয়েকজন আহত হওয়ার কথা জানা যায়।
এ বিষয়ে জানতে গেলে ২নং কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চু জানান, ব্রিজ গুনারীতলা ইউনিয়নের মধ্যে হওয়ায় বিষয়টি আমি জানিনা টেন্ডার হয়েছে কিনা।
এ বিষয়ে ৩নং গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজুর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও মোবাইলে কল সংযোগ পাওয়া যায়নি।
মাদারগঞ্জ উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল এ বিষয়ে বলেন, মাদারগঞ্জের ৩৯টি ব্রিজের প্রস্তাব পাঠানো হয়েছে। এলাকাবাসীর কষ্ট লাঘবে চেষ্টা করবো যাতে ব্রিজটি দ্রুত করা যায়।