স্পোর্টস ডেস্ক
নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ‘ডি’ গ্রুপ থেকে বাকি এক টিকিটের জন্য এখন লড়ছে বাংলাদেশ, নেদারল্যান্ডস, শ্রীলংকা ও নেপাল। এ চার দলের মধ্যে এগিয়ে থাকা বাংলাদেশ ও নেদারল্যান্ডস আজ মুখোমুখি হচ্ছে। সেন্ট ভিনসেন্টের আর্নস ভেইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
গতকাল সকালে ফ্লোরিডায় নেপাল ও শ্রীলংকার ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় উভয় দল পেয়েছে সমান ১ পয়েন্ট করে। এ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় লাভবান হয়েছে বাংলাদেশ, সঙ্গে নেদারল্যান্ডসও। বাংলাদেশ ও নেদারল্যান্ডস দুটি দলেরই ঝুলিতে সমান ২ পয়েন্ট এবং দুটি দলই দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। এছাড়া বাংলাদেশ হারিয়েছে শ্রীলংকাকে, আর ডাচরা হারায় নেপালকে। সমানতালে ছুটে চলা টাইগার ও ডাচ উভয়েরই সুযোগ আছে সুপার এইটে যাওয়ার।
তবে ডাচদের শেষ ম্যাচটা শ্রীলংকার বিপক্ষে বলে তাদের কাজটি একটু কঠিনই। আর বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ক্রিকেটের অপেক্ষাকৃত নবীন দল নেপালের বিপক্ষে। তবে শেষ ম্যাচের সমীকরণে যাওয়ার আগে আজ জিততে হবে নাজমুল হোসেন শান্তদের। আজ তারা হেরে গেলেও সুযোগ থাকবে। তখন শেষ ম্যাচে নেপালকে অবশ্যই হারানোর একটা চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ এবং সঙ্গে থাকবে কঠিন সমীকরণও। তাই আজ জিতলেই অনেকটা নিরাপদে চলে যাবে বাংলাদেশ দল।
আজকের ম্যাচ পর্যন্ত সুযোগ টিকে আছে শ্রীলংকার। ম্যাচটি যদি বৃষ্টিতে ভেস্তে যায় তখন দুই দল পয়েন্ট ভাগাভাগি করবে এবং দুই দলের পয়েন্ট দাঁড়াবে সমান ৩। শ্রীলংকা তখন প্রার্থনা করবে যেন শুক্রবার নেপালকে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা, এরপর রোববার নেপাল হারিয়ে দেয় বাংলাদেশকে। এমনটি ঘটলে রোববার সেন্ট লুসিয়ায় তারা নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইট উঠতে পারবে।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয় দলই দুদিনের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে। নেদারল্যান্ডস ৯ উইকেটে ১০৩ রান তুলে হেরেছে ৪ উইকেটে। দুদিন পর প্রোটিয়াদের কাছে মাত্র ৪ রানে হেরেছে বাংলাদেশ। লো-স্কোরিং ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ তীরে এসে তরী ডোবে শান্ত-সাকিবদের। শেষ ওভারের পঞ্চম বলে কেশব মহারাজের ফুল-টসে ছক্কা মারতে গিয়ে লং-অনে এইডেন মার্করামের হাতে ধরা পড়েন মাহমুদউল্লাহ। জাকের আলী, রিশাদ হোসেনের মতো বিগ হিটারও এদিন কাঙ্ক্ষিত বাউন্ডারি মেরে দলকে জেতাতে পারেননি।