সাজু আহমেদ
গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে ‘স্বাধীনতা কনসার্ট’ শিরোনামের কনসার্ট একদিন পেছানো হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একযোগে এই কনসার্ট হওয়ার কথা। ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকের পর ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ এর সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের’ ১১ এপ্রিল অনুষ্ঠেয় কনসার্ট এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদ ঘিরে ‘স্বাধীনতা কনসার্ট’ পিছিয়ে ১২ এপ্রিল হতে যাচ্ছে।
এদিকে ‘স্বাধীনতা কনসার্ট’ শিরোনামের কনসার্টের পিছিয়ে দেয়ার সময়ে জানা গেল এবার বাংলাদেশে গাইতে আসছেন পাকিস্তানের দুই গায়ক। আলাদা দুটি ভেনুতে গান গাইতে আসছেন তারা। আলোচিত ওই দুই শিল্পী হলো গায়িকা আয়মা বেগ এবং শিল্পী মুস্তফা জাহিদ। ‘স্বাধীনতা কনসার্ট’ আয়োজনের সময় এই দুই শিল্পীর বাংলাদেশে আগমন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।
আয়মা বেগ: পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আইমা বেগ এবার আসছেন ঢাকা মাতাতে। আগামী ১১ এপ্রিল ঢাকায় আসবেন এই গায়িকা। একটি মোটরসাইকেল বিপনণকারী প্রতিষ্ঠানের ইভেন্টে যোগ দিতে আসবেন তিনি। ২০১৫ সালে জনপ্রিয় একটি টেলিভিশন শোয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে আয়মা বেগ। ধীরে ধীরে পাকিস্তানের অন্যতম সেরা পপ গায়িকায় পরিণত হন তিনি। তার গাওয়া ‘ফিতুর’, ‘আইটেম নাম্বার’, ‘গ্রুভ মেরা’ গানগুলো তরুণদের মাঝে ব্যাপকভাবে জনপ্রিয়। বাংলাদেশের ওই আয়োজনে আয়মা বেগের অংশগ্রহণের মধ্যদিয়ে প্রথমবারের মতো সরাসরি তার গান উপভোগ করতে পারবেন দেশের সংগীতপ্রেমীরা।
এদিকে ঢাকায় আসছেন আরেক পাকিস্তানি শিল্পী মুস্তফা জাহিদ। ‘তো ফির আও’, ‘তেরা মেরা রিশতা’, ‘ভুলা দেনা’ গান খ্যাত পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ ঢাকায় আসছেন। আগামী ১১ এপ্রিল চায়না-বাংলাদেশ এক্সিবেশন সেন্টারে ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে তিনি গাইবেন। এটি আয়োজন করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন জানায়, ইতোমধ্যে মুস্তফা জাহিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
৯ এপ্রিল তার ঢাকায় পৌঁছার কথা। মুস্তফা জাহিদ ছাড়াও এ কনসার্টে অংশ নিচ্ছেন দেশি ও আন্তর্জাতিক শিল্পীরা, যা সংগীতপ্রেমীদের জন্য এক দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। এই জমজমাট সন্ধ্যায় আরও পারফর্ম করবেন জনপ্রিয় ব্যান্ড একে রাহুল, লেভেল ৫সহ অনেকে। প্রসঙ্গত, ১৯৮৪ সালের ১৮ ডিসেম্বর পাকিস্তানের লাহোর জন্মগ্রহণ করেন মুস্তফা জাহিদ। তিনি বিখ্যাত রক ব্যান্ড জুনুনের প্রাক্তন প্রধান কণ্ঠশিল্পী আলী আজমতের ভাগনে এবং প্রয়াত সুফি কালাম গায়ক, অভিনেতা, পরিচালক ও প্রযোজক ইনায়েত হোসেন ভাট্টির আত্মীয়। ২০০৭ সালের মাঝামাঝি সময়ে বলিউডের ‘আওরাপান’ সিনেমায় গান করেন মুস্তফা জাহিদ। এরপর ‘আশিকি ২’, ‘রানওয়ে’, ‘রাগিনী এমএমএস ২’, ‘হিরোপন্তি’ ‘এক ভিলেন’সহ ডজনখানেক ছবিতে গান করেছেন পাকিস্তানের এই সংগীতশিল্পী।