ঈদে অক্ষয় ও টাইগার শ্রফের ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’

ঈদে অক্ষয় ও টাইগার শ্রফের ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’
বিনোদন

ঈদের ছুটিতে অর্থাৎ ১০ এপ্রিল মুক্তি পাবে অক্ষয় কুমার টাইগার শ্রফ অভিনীতবাড়ে মিয়া ছোটে মিয়াসিনেমাটি। গত এক মাস ধরেই ব্যাপক প্রচারণায় নেমেছেন অক্ষয় টাইগার সিনেমার। যেখানেই যাচ্ছেন, একসঙ্গেই যাচ্ছেন দুজন। অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে রিয়েলিটি শো, সব জায়গায় প্রচার করে বেড়িয়েছেনবাড়ে মিয়া ছোটে মিয়ার।  ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত গোবিন্দ অমিতাভ বচ্চনেরবাড়ে মিয়া ছোটে মিয়ানামেই তৈরি হয়েছে অক্ষয়-টাইগারের সিনেমাটি।

তবে সেই সিনেমার সঙ্গে এটির কোনো সম্পৃক্ততা নেই। বাড়ে মিয়া ছোটে মিয়া লিখেছেন এবং পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। সিনেমাটি প্রযোজনা করেছেন বাশু ভগনানি, দীপশিখা দেশমুখ, হিমাংশু কিষান মেহরা। এতে আরও অভিনয় করেছেন মানুসী চিল্লার, সোনাক্ষী সিনহা, আলায় এফ প্রমুখ।