ঈদে চমক নিয়ে আসছে বুবলীর ‘রিভেঞ্জ’

ঈদে চমক নিয়ে আসছে বুবলীর ‘রিভেঞ্জ’
বিনোদন

 বিনোদন ডেস্ক  

সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলীটানা কয়েক ঈদেই তার অভিনীত সিনেমা মুক্তি পাওয়ায় বেশ ফর্মে রয়েছেননায়িকাচলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিলদেয়ালের দেশ’ ও ‘মায়ানামে দুটি সিনেমাগত বছর দুই ঈদে মুক্তি পায় বুবলীর চার সিনেমা 

এগুলো হচ্ছে-‘লিডার : আমিই বাংলাদেশ’,লোকাল’,প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’। ক্যারিয়ার গ্রাফে দেখা যাচ্ছে, প্রায় প্রত্যেক ঈদেই একাধিক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনিবরাবরই ঈদে প্রেক্ষাগৃহ নিজের দখলেই রেখেছেননায়িকাতবে এবার কিছুটা অনিশ্চয়তায় ছিলেন বুবলীতার ভক্তরাএবারও বুবলীরজংলী’ ও ‘রিভেঞ্জনামে দুটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল 

সিয়ামের সঙ্গে জুটি বেঁধেঈদে মাঠে লড়াই করার টার্গেটেই নির্মাণ কাজ চলছিল সিনেমাটিরকিন্তু হঠাকরেই পরিচালক ঘোষণা দেন ঈদেজংলীমুক্তি পাচ্ছে নাতাতেই হতাশ হয়ে পড়েন বুবলী ভক্তরাএদিকে এবারের ঈদে তার অন্য একটি সিনেমা মুক্তির আভাস দেওয়া হয়েছে আগেইজিয়াউল রোশানের সঙ্গে জুটি বেঁধে বুবলী কাজ করেছেনরিভেঞ্জনামে একটি সিনেমায় 

এটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবালঈদে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান পরিচালকএরইমধ্যে পেয়েছেন সেন্সর সনদঅবশ্য এর আগেওসিনেমা মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে গিয়েছে সংশ্লিষ্টরাতবে এবারের ঈদে মুক্তির নিশ্চয়তা দিয়েছেন নির্মাতা