গাইবান্ধা প্রেসক্লাব নেতাদের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ

গাইবান্ধা প্রেসক্লাব নেতাদের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ
সারাদেশ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধা প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির কর্মকর্তা সদস্যরা মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এর আগে নবগঠিত কমিটির সদস্যরা শহর প্রদক্ষিণ করে ম্যুরাল চত্বরে এসে জড়ো হন শ্রদ্ধা নিবেদন শেষে গাইবান্ধা প্রেসক্লাবে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়

গাইবান্ধা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি দৈনিক যুগান্তরের গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন- প্রবীণ সাংবাদিক গোবিন্দ লাল দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, প্রথম আলো পত্রিকার সাংবাদিক সাহাবুল শাহিন, ৭১ টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি তামিম  আল সাম্য, আরটিভির গাইবান্ধা প্রতিনিধি ফেরদৌস জুয়েল, সাংবাদিক আফরোজা লুনা, আতিক বাবু,  ফারহান শেখ, জাহাঙ্গীর আলম,  সাইফুল ইসলাম প্রিন্স, বিপ্লব ইসলাম, সাংবাদিক ফয়সাল রহমান জনি, মিজানুর রহমানখায়রুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা পেশাকে কলুষিত করতে দেয়া হবে না সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান নেতারা তারা বলেন, সাংবাদিকরা কোন রক্ত চক্ষুকে  ভয় করে না তাদের সাহসের সাথে সাংবাদিকতার পেশাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান