কোনো সান্তনাতেই থামছে না কনস্টেবল সুমনের স্ত্রী-মেয়ের কান্না

কোনো সান্তনাতেই থামছে না কনস্টেবল সুমনের স্ত্রী-মেয়ের কান্না
সারাদেশ খুলনা

সুমন দাস, বাগেরহাট 

খুলনায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ সদস্য সুমন ঘরামীর ছয় বছর বয়সী মেয়ে স্নিগ্ধার কান্না কিছুতেই থামছেনাপরিবারের একমাত্র উপার্জানক্ষম সন্তানকে হারিয়ে সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা সুশীল ঘরামীমা গীতা রানী শোকে বাকরুদ্ধআর স্ত্রী মিতু রানী বিশ্বাস পাগলপ্রায়পুলিশ কর্মকর্তা, আত্মীয়-স্বজন যাকেই পাচ্ছেন তার কাছেই স্বামীকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন তিনিসুমনের বন্ধু-স্বজন, প্রতিবেশী সবাই শোকাহত 

এক কথায় বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন গ্রামের নিহত পুলিশ সদস্য সুমন ঘরামীর গোটা গ্রামে শোকের ছায়া নেমেছেঅব্যাক্ত শোকেরপরিবেশের মধ্যেই শনিবার বিকেলে স্থানীয় সুমন ঘরামীর শেষকৃত্য সম্পন্ন করা হয়তাঁকে রাস্ট্রীয় মর্যাদায় নিজ বাড়িতে সমাহিত করা হয়েছে।       

শুক্রবার সন্ধ্যায় খুলনায় কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল ৩৩ বছর বয়সী সুমন স্ত্রীমেয়েকে নিয়ে ভাড়া থাকতেন খুলনা নগরীর বয়রা এলাকার একটি বাসায় 

গোপালপুর ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা জানান, নিহত সুমন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ছিলেনতার ৪বছরের একটি মেয়ে রয়েছেমেয়ের নাম স্নিগ্ধা ঘরামীবীর মুক্তিযোদ্ধা সুশীল ঘরামীর গোটা পরিবারে একমাত্র উপার্যনক্ষম ব্যক্তি ছিলেন, সুমন ঘরামীতাকে হারিয়েপরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়লতাঁর মৃত্যুর সংবাদে আমরা এলাকাবাসী দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সকলে শোকাহত 

সুমনের বড়বোন সুমনা ঘরামী জানায়,সর্বশেষ তার ভাইয়ের সাথে মায়ের শুক্রবার সকালে কথা হয়েছিল এর পর কোন কথা হয়নি এসময় তিনি তার ভাইয়ের হত্যাকারীদের বিচার দাবি করেন 

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক জানান, সুমন খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেনশুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের নির্মম পিটুনিতে তিনি নিহত হনআন্দোলনকারীদের হামলায় অন্তত আরও ৩০ জন পুলিশ সদস্য আহত হয়েছেনএর মধ্যে ২-৩ জনের অবস্থা গুরুতর। এ সময় পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন 

তাকে নিজ বাড়িতে সমাহিত করার সময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মেহেদি হাসান বাবু, উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, থানার অফিসার ইনচার্জ মোঃ মোহাসীন হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামরুল ইসলাম কচি, গোপালপুর ইউপি চেয়ারম্যান মোঃ লিটন মোল্লা-সহ বীর মুক্তিযোদ্ধাএলাকার সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ