মেট্রোরেল চলাচল স্বাভাবিক

মেট্রোরেল চলাচল স্বাভাবিক
ঢাকা

যান্ত্রিক ত্রুটির কারণে সচিবালয় স্টেশনে সোয়া এক ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় সার্ভার জটিলতায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিভিন্ন স্টেশনে হাজারো যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে।

জানা গেছে, মেট্রোরেলের কেন্দ্রীয় অপারেশন কন্ট্রোল রুমের সার্ভার হাঠাৎ করেই ডার্ক হয় যায়। ফলে শুধু সচিবালয় মেট্রোরেল স্টেশন নয়, সবগুলো স্টেশনের ট্রেনই চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সাইফুল ইসলাম।

তিনি জানান, এই কন্ট্রোল রুম থেকেই মূলত মনিটরিং করা হয় কোন ট্রেন কোথায় আছে এবং চলাচলের নির্দেশনা দেওয়া হয়।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিভিন্ন স্টেশনে ঘোষণা দিয়ে বলা হয়, যাত্রীদের তাড়া থাকলে বিকল্প পথে যাওয়ার অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এ সময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেওয়া হয়।