মোদি-শাহের অহঙ্কার চূর্ণ হয়েছে: মমতা

মোদি-শাহের অহঙ্কার চূর্ণ হয়েছে: মমতা
আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গে ফের ঘাসফুলের জয়জয়কার৷ ৪২টি আসনের মধ্যে ২৯টিতে জিতে এই রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। বিপরীতে ১২টিতে জয় পেয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি। আর কংগ্রেস পেয়েছে মাত্র একটি আসন।

অন্যদিকে, গোটা ভারতের ফলাফলে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ পেয়েছে ২৯৭টি আসন। কম যায়নি তৃণমূল কংগ্রেসসহ অন্যদের নিয়ে গড়া শক্ত জোটইন্ডিয়াও। বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া থেকে বঞ্চিত করে ২৩৪টি আসন ঝুলিতে পুরেছে জোটটি। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা যায়।

এদিকে পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘মোদী-শাহের অহঙ্কারের পতন হয়েছে৷ মানুষ ওদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে৷ এই জয় মানুষের জয়, বিরোধী জোটইন্ডিয়া জয়। আমি আমার সমস্তইন্ডিয়া সঙ্গীদের সমর্থন জানাচ্ছি। যারা আছেন, যারা আমাদের সঙ্গে জুড়তে চান, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘যে অযোধ্যাকে নিয়ে এত কিছু করেছে, সেই অযোধ্যাতেও বিজেপি হেরেছে। এত অহঙ্কার কারোর জন্য ঠিক নয়। তিন মাস ধরে নির্বাচন চলতে পারে না। ডেভলপমেন্টের কাজ হয় না। আমাদের পার্টির যারা হেরেছে তাদের টাকা দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে। আমি চাই মোদীজি পদত্যাগ করুক, হোম মিনিস্টার পদত্যাগ করুক। এই জয় ইন্ডিয়ার জয়। দেশের জয়

বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইন্ডিয়া জোটের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মমতা। সেইসঙ্গে মোদিকে পদত্যাগের আহবান জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিহারের ফল আসল নয়। আমি তেজস্বী, উদ্ধব, অখিলেশ, শারদ পাওয়ারকে ধন্যবাদ জানিয়েছি। রাহুলকে এসএমএস দিয়েছি। ওরা যদিও আমার সঙ্গে এখনও যোগাযোগ করেনি৷

পশ্চিমবঙ্গের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বাংলার মানুষের কাছে চিরকৃতজ্ঞ। আমি খুশি বাংলার মানুষের রায়ে। সন্দেশখালিতেও জিতেছি। আমি খুশি মোদী একা ক্ষমতায় আসেননি। ওনার পদত্যাগ করা উচিত। ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে।

তথ্যসূত্র- জিনিউজ।