জেলা প্রতিনিধি, নান্দাইল
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি ছিনতাই, যানবাহনে কোন ধরনের চাঁদাবাজি যাতে না হয় এর জন্য মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু করেছেন নান্দাইল মডেল থানা পুলিশ । শুক্রবার (১৪ জুন)নান্দাইল চৌরাস্তায় মহড়া সহ বিভিন্ন যানবাহনে অবৈধ মাদক, ইয়াবা যাতে পরিবহন করতে না পারে এর জন্য তল্লাসী চালিয়ে যাচ্ছেন। সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের
সাথে মত বিনিময় করেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মজিদ। তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা সহ সড়কে যে কোন অনিয়মের তথ্য জানানোর আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি একি সিদ্দিক খসরু, বিশিষ্ট ব্যাবসায়ী
সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, সাংবাদিক রফিকুল ইসলাম মোড়ল, সাইদুর রহমান, শফিকুল ইসলাম শফিক, রমজান আলী, এহতেশাউল হক শাহিন, ফরিদ মিয়া, মজিবুর রহমান ফয়সাল, শাজহাজান ফকির, মাহাবুব আলম খান, লুৎফুর রহমান সহ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় অফিসার ইনচার্জ আবদুল মজিদ বলেন, সড়কে যে কোন ধরনের চাঁদাবাজি করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।