জেলা প্রতিনিধি, জামালপুর
বকশীগঞ্জের বহুল আলোচিত ঘটনা
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান
মাহমুদুল আলম বাবু জামিনে মুক্তি পেয়েছে।
বুধবার বিকেল ৫ টা ৫ মিনিটের
সময় জামালপুর জেলা কারাগার থেকে তিনি বের হন।
জেলার আবু ফাতাহ জানান, উচ্চ
আদালত থেকে জামিন পাওয়ায় বাবু বুধবার বিকাল ৫ টায় জামালপুর জেলা কারাগার থেকে বের হন।
উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে
২০২৩ সালের ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান
মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও
ইট দিয়ে মাথা থেতলে গুরুতর আহত করে।
পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল
কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ
থানায় ২২ জনের নামে এবং আরো অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। হত্যা
মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে ২০২৩ সালের ১৭ জুন পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে
গ্রেপ্তার করে র্যাব। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।