দেওয়ানগঞ্জে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন

দেওয়ানগঞ্জে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন
ময়মনসিংহ

উপজেলা প্রতিনিধি, দেওয়ানগঞ্জ, জামালপুর 

বর্ষা মৌসুমের আগেই যমুনার ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রাম। বিলীন হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি-ফসলি জমি। হুমকির মুখে পড়েছে এখানকার কমিউনিটি ক্লিনিকসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ।

তাই নদী ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরের দিকে চিকাজানী  ইউনিয়নের চর ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষায় এই ডাম্পিং কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন জামালপুর পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান সাজু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. আতিউর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, বিএনপির নেতা মো. রেজাউল করিম বাবলু, মো. মোখলেসুর রহমান প্রমুখ। ইউনিয়নের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠননেতা কর্মী উপস্থিত ছিলেন।