গাজায় গণহত্যার প্রতিবাদে জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ

গাজায় গণহত্যার প্রতিবাদে জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ
ময়মনসিংহ

জেলা প্রতিনিধি, জামালপুর 

ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও শিশুসহ আপামর জনসাধারণকে নির্বিচারে হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন,  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি আশেক মাহমুদ কলেজ ও সরকারি জাহেদা সফির মহিলা কলেজ শাখা ছাত্রদল। 

মঙ্গলবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণ এবং দুপুর ২টায় সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সামনে পৃথক  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক রবিন আহাম্মেদের সভাপতিত্বে ও সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী শাহরিয়ার বায়জিদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ। 

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুনসী আবুল মুনসুর, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন, ছাত্রনেতা আজমাইন মাহাতাব আদিত প্রমুখ।

বক্তব্য শেষে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া পরিচালনা করেন বেলটিয়া কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি ইব্রাহিম ইসলাম মুরছালিন।

অপরদিকে, সরকারি জাহেদা সফির মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি লোপা মির্জার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুর রহমান, সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মন্জুরুল করিম সুমন, মোবারক হোসেন সিফাত, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী শাহরিয়ার বায়জিদ প্রমুখ।