রংপুরে আবু সাঈদ হত্যাসহ বিভিন্ন মামলায় শিক্ষার্থীদের হাজিরা

রংপুরে আবু সাঈদ হত্যাসহ বিভিন্ন মামলায় শিক্ষার্থীদের হাজিরা
সারাদেশ রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর 

রংপুরে বৈষম্য বিরোধী কোটা সংস্কার ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যাসহ কোটা আন্দোলনে বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া শিক্ষার্থীরা হাজিরা দিয়েছেন  

সোমবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের তাজহাট থানা আমলী আদালতে তারা হাজিরা দেন। এ সময় আইনজীবীভূক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আবু সাঈদ হত্যাসহ কোটা আন্দোলনে পুলিশের মামলায় গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের প্রশাসন মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বললেও তা করেনিএতে করে শিক্ষার্থীদের আদালতে হাজিরা দিতে হচ্ছেতারা অবিলম্বে মামলা থেকে শিক্ষার্থীদের অব্যাহতি প্রদানের দাবি জানানসেই সাথে মিথ্যা মামলা দিয়ে শিক্ষার্থীদের জেল খাটানো পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াসহ শিক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদানে আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন  

শিক্ষার্থীদের আইনজীবী জোবাইদুল ইসলাম বলেন, আমরা শুনেতে পেয়েছি দু- তিনদিনের মধ্যে কোটা আন্দোলনকে ঘিরে যে সব মামলা হয়েছে তুলে নেয়া হবে আমি আইন উপদেষ্টার কাছে জানতে চাই, যে মামলাগুলো তোলা হবে তা মিথ্যা মামলা হিসেবে তোলা হবে নাকি এমনিতেই তোলা হবেযদি মিথ্যা মামলা হিসেবে তোলা হয় তবে পেনাল কোডের ২১১ ধারা অনুযায়ী পুলিশের বিরুদ্ধে সরকারকে মামলা করতে হবেতাদের শাস্তির আওতায় আনতে হবে 

তিনি আরও বলেন, আমাদের যেসব সন্তান বিনা কারণে জেলখানায় ছিল তাদের ক্ষতিপূরণ দিতে হবে আবু সাঈদের হত্যার ঘটনায় তার পরিবার মামলা দায়ের না করলে আইনজীবীরা আবু সাঈদ হত্যার বিচারের জন্য মামলা দায়ের করবে 

উল্লেখ্য, গত ২ ও ৩ আগস্ট আবু সাঈদ হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় এইচএসসি পরীক্ষার্থীসহ ১৩ জন শিক্ষার্থীকে জামিনে মুক্তি দেন আদালত